দিলদার আলী; আপনার নিউজ:- কুশমন্ডি থানায় পালিত হল ৭৮ তম স্বাধীনতা দিবস, ভাল কাজের জন্যে সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া হল ট্রফি ও সার্টিফিকেট। দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে কুশমন্ডি থানা পুলিশ প্রশাসন ও সিভিক ভলেন্টিয়ার স্বাধীনতা দিবস পালিত করলেন।
এদিন উপস্থিত ছিলেন কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা, কুশমন্ডি থানার এস আই প্রদীপ রাজবংশী, অনন্ত মন্ডল এছাড়াও অনেকেই। এদিন কুশমন্ডি থানা সিভিক ভলেন্টিয়ার ভালোভাবে কাজ করার জন্য তাদের হাতে কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা ট্রফি ও সার্টিফিকেট তুলে দিলেন। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কুশমন্ডির সাধারণ জনগণ।