সুশোভন সিংহ; বুনিয়াদপুর:- বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার প্রতিবাদে বুনিয়াদপুরে পথ অবরোধ বুনিয়াদপুর আদিবাসী সমাজের। পথ অবরোধ থেকে উঠলো দোষীর ফাঁসির দাবি। ঘন্টাখানেক এই পথ অবরোধের জেরে স্তব্ধ হয়ে যায় ৫১২ নম্বর জাতীয় সড়ক এবং ১০ নম্বর রাজ্য সড়ক।
উল্লেখ্য, গত বুধবার রাত্রে বংশীহারী থানার গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতে এক পঞ্চম শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন ওই নাবালিকা। নাবালিকার চিকিৎসা চলছে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে। ইতিমধ্যেই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে বংশীহারী থানার পুলিশ দৌলতপুর থেকে অভিযুক্ত থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার মহকুমা আদালতে অভিযুক্তকে পেশ করা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজত দেন।
অন্যদিকে এই ঘটনা কে কেন্দ্র করে রাজনৈতিক তর্জা শুরু হয়ে গেছে জেলা জুড়ে। বিজেপি এবং সিপিএমের অভিযোগ অভিযুক্ত ব্যক্তি এবং তার পরিবার সক্রিয়ভাবে তৃণমূলের সদস্য। এর আগে বহুবার এই ধরনের অপরাধ করেও ছাড় পেয়েছেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ কে নস্যাৎ করে তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানান, অভিযুক্ত কিংবা অভিযুক্তের পরিবারের সাথে তৃণমূলে কোন সম্পর্ক নেই।
এদিন বুনিয়াদপুর আদিবাসী সমাজের পক্ষ থেকে বুনিয়াদপুর ট্রাফিক মোড়ে প্রায় এক ঘন্টা পথ অবরোধ করা হয়। দোষীদের ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দেওয়া হয়। বুনিয়াদপুর আদিবাসি সমাজের পক্ষ থেকে অভিযোগ করা হয়,দক্ষিণ দিনাজপুর জেলায় আদিবাসী মেয়েদের ওপর নানা ধরনের অত্যাচার নেমে আসছে ভবিষ্যতে এরকম চলতে থাকলে গোটা রাজ্যজুড়ে আন্দোলন সংগঠিত করা হবে। বংশীহারীর ঘটনার সাথে জড়িত দোষীদের অবিলম্বে ফাঁসির সাজা দিতে হবে। এদিনের এই অবরোধের জেরে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে যানজট সৃষ্টি হয়। যদিও অ্যাম্বুলেন্স এবং সরকারি যানবাহনকে যাওয়ার ব্যবস্থা করে দেয়া হয় অবরোধকারীদের পক্ষ থেকে। কোন প্রকার অপ্রীতকর ঘটনার এড়াতে পুলিশ প্রশাসনের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়।