ধর্ণা মঞ্চ থেকে মমতা ব্যানার্জির ফাঁসি চাই স্লোগানের ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন ওই তৃণমূল নেতা, বিরোধীরা বিকৃত করে ভিডিও ছড়িয়েছে, সাংবাদিক বৈঠক থেকে দাবি তৃণমূল নেতার, সেই দাবি নস্যাৎ করে পাল্টা কটাক্ষ বিরোধীদের।
মালদা;তনুজ জৈন;২১আগস্ট: আরজিকর কান্ডের প্রতিবাদে তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে মমতা ব্যানার্জির ফাঁসি চাই এমন স্লোগানের ভিডিও ভাইরাল হতেই ব্যাপক শোরগোল পড়েছিল সামাজিক মাধ্যমে।অস্বস্তিতে পড়েছিল শাসকদল।মুখ ফস্কে বেরিয়ে গেছে এমনটাই সাফাই ছিল তৃণমূলের।যদিও এবার যে নেতা এই স্লোগান দিয়ে ছিলেন তিনি সাংবাদিক বৈঠক করে মুখ খুললেন। সমগ্র দায় চাপালেন বিরোধীদের ঘাড়ে। তার দাবি ভিডিও বিকৃত করে সামাজিক মাধ্যমে ভাইরাল করেছে বিরোধীরা।তাকে এবং দলকে কালিমালিপ্ত করার চেষ্টা। যদিও এই দাবি নস্যাৎ করে পাল্টা তীব্র কটাক্ষ বিরোধীদের।
গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়।যে ভিডিওতে দেখা যায় মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শেখ মঙ্গলুদ্দিন হরিশ্চন্দ্রপুর সদরে আরজিকর কান্ডের প্রতিবাদে ধর্না মঞ্চ থেকে স্লোগান দিচ্ছেন।সেখানে উপস্থিত আছেন স্থানীয় বিধায়ক রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, দুই ব্লক সভাপতি মর্জিনা খাতুন এবং জিয়াউর রহমান, জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ্য রবিউল ইসলাম প্রমুখ।সেই ভিডিওতেই দেখা যায় মঙ্লুদ্দিন স্লোগান দিচ্ছেন মমতা ব্যানার্জির ফাঁসি নেই। সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হওয়ার পর তোলপাড় হয়ে যায় এলাকা। ব্যাপক কটাক্ষ করে বিরোধীরা।তৃণমূল নেতৃত্ব জানান সেটা স্লিপ অফ টাং। যদিও বুধবার শেখ মঙ্লুদ্দিন এই নিয়ে মুখ খোলেন। সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন যে তিনি বল ছিলেন "মমতা ব্যানার্জি চাই দোষীদের ফাঁসি হোক"। তারাও চাই দোষীদের ফাঁসি হোক। সেই ভিডিওকে বিকৃত করে বিরোধীরা। বিকৃত করে ভিডিও ছড়ানো হয়েছে সামাজিক মাধ্যমে।এই ধরনের স্লোগান তিনি দেননি। এ নিয়ে দল থেকেও তাকে কিছু বলা হয়নি। যদিও বিজেপি এবং সিপিএম তাদের এই দাবি নস্তাৎ করেছেন। তাদের কটাক্ষ এখন ভয় পেয়ে ওই তৃণমূল নেতা বিরোধীদের ঘাড়ে দায় চাপাচ্ছে।কিন্তু কালকেই তৃণমূল নেতৃত্ব দাবী করেছিল এটা মুখ ফস্কে বলা হয়েছে। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।