মালদা;তনুজ জৈন;৩১আগস্ট: পুলিশ দিবস উপলক্ষে শিশুদের সঙ্গে খোশ মেজাজে আইসি।শিশুদের সঙ্গে বসে গেলেন মিড ডে মিলে।তাদের সঙ্গে গল্প করে শুনলেন তাদের ভবিষ্যৎ স্বপ্নের কথা। আইসিকে কাছে পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরাও। নিজে সমস্ত স্কুল ঘুরে দেখলেন তিনি। ছাত্র-ছাত্রীদের বার্তা দিলেন। রবিবার পুলিশ দিবস।কিন্তু রবিবার বন্ধ থাকবে স্কুল। তাই পুলিশ দিবস উপলক্ষে শনিবারই স্কুলে গিয়ে বাচ্চাদের সঙ্গে সময় কাটালেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার।এদিন তিনি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের পিপলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে যান।অনেকক্ষণ সময় তিনি কাটান ওই স্কুলের শিশুদের সঙ্গে।শিশুদের জিজ্ঞাসা করেন তারা বড় হয়ে কি হতে চায়।বেশির ভাগই উত্তর দেয় তাদের স্বপ্ন পুলিশ হওয়া। তিনি আবার ছাত্র-ছাত্রীদের সঙ্গে বসে মিড ডে মিল পর্যন্ত খান।মিড ডে মিল খেয়ে তিনি জানান খাদ্যের গুণগতমান যথেষ্ট ভালো।এছাড়াও স্কুলের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখেন।ওই স্কুলে রয়েছে একটি ডিজিটাল ক্লাসরুম। শিক্ষক-শিক্ষিকারাও খুশি হন আইসির সঙ্গে সময় কাটিয়ে। এছাড়াও এই মুহূর্তে চলছে স্বচ্ছতা পক্ষ। স্বচ্ছতার বার্তাও দেওয়া হয় ছাত্র-ছাত্রীদের। পুলিশ দিবস উপলক্ষে দুষ্কৃতিদের কড়া বার্তা দেন আইসি। তিনি বলেন পুলিশ অপরাধ দমন করতে তৎপর। দুষ্কৃতীদের ছাড় দেওয়া হবে না।শিক্ষকরা জানান আইসিকে পেয়ে তাদের খুব ভালো লাগছে। ব্যস্ততম সময় থেকে তিনি সময় দিয়েছেন। ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা দিয়েছেন।
পুলিশ দিবস উপলক্ষে শিশুদের সঙ্গে সময় কাটালেন আইসি মনোজিৎ সরকার, ছাত্র-ছাত্রীদের সঙ্গে বসে খেলেন মিড ডে মিল, শুনলেন তাদের ভবিষ্যতের স্বপ্ন, দিলেন অপরাধীদের করা বার্তা
আগস্ট ৩১, ২০২৪
0
Tags