বিশ্বদীপ নন্দী; আপনার নিউজ:- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের প্রাচীন স্কুল গুলির মধ্যে একটি স্কুল হল খাদিমপুর উচ্চ বিদ্যালয়। সেই স্কুলের অডিটরিয়াম তৈরির জন্য সুকান্ত মজুমদার গত লোকসভায় সাংসদ থাকাকালীন তার সাংসদ তহবিল থেকে দশ লক্ষ টাকা দিয়েছিলেন। সেই অডিটোরিয়াম ইতি মধ্যেই তৈরি হয়ে গেছে। শনিবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয় এর অডিটোরিয়ামের উদ্বোধন করলেন মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সংসদ সুকান্ত মজুমদার।
প্রসঙ্গত উল্লেখ থাকে যে সুকান্ত মজুমদার নিজেও খাদিমপুর স্কুলের ছাত্র ছিলেন। প্রথম শ্রেণি থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনি খাদিমপুর স্কুলেই পড়াশোনা করেছিলেন। তাই নিজের স্কুলের শিক্ষকদের অনুরোধে অডিটোরিয়াম টি তৈরীর উদ্যোগ নেয় সুকান্ত মজুমদার। অডিটোরিয়াম তৈরির জন্য তিনি ১০ লক্ষ টাকা ধার্য করেন। দীর্ঘদিন এই অডিটোরিয়াম টি তৈরি হওয়ার পর নবনির্মিত এই অডিটোরিয়ামের শুভ উদ্বোধন এদিন করলেন সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু বলেন যে এই খাদিমপুর স্কুল এলাকার বহু প্রাচীন স্কুল আমি নিজে এই স্কুলে পড়াশোনা করেছি। গত লোকসভায় সাংসদ থাকাকালীন অর্থাৎ ২০১৯ থেকে ২০২৪ সালে সাংসদ থাকাকালীন আমার সাংসদ তহবিল থেকে প্রায় ১০ লক্ষ টাকা স্কুলের অডিটরিয়াম তৈরির জন্য ধার্য করেছিলাম। সেই অডিটোরিয়াম তৈরির পর আজ সেই অডিটোরিয়ামের শুভ উদ্বোধন হলো।স্কুলের প্রধান শিক্ষক তমাল চক্রবর্তী স্কুলের নবনির্মিত অডিটোরিয়াম তৈরির জন্য মন্ত্রী তথা সাংসদ সুকান্ত মজুমদার যে সাহায্য করেছেন সে কথাটি মাথায় রেখে সুকান্ত বাবুকে ধন্যবাদ জানান।