আপনার নিউজ ডেক্স:- বর্তমানে এশিয়া উপমহাদেশের অন্যতম গায়ক তিনি। দেশ-বিদেশে গানের মাধ্যমে খ্যাতনামা হয়েছেন এই গায়ক। তবে বাস্তবে জীবনে তিনি প্রচন্ড সাদামাটা। তিনি আমার আপনার সকলের প্রিয় গায়ক অরিজিৎ সিং। তবে এবার তিনি নিয়ে ফেললেন বড় সিদ্ধান্ত। গান গাইবেন না অরিজিৎ সিং! সব কনসার্টও বাতিল করলেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন গায়ক? অবশ্য কারণটি নিজে জানিয়েছেন। আগামী এক মাস আর গান গাইবেন না অরিজিৎ!
গায়কের কথায়, গোটা অগস্ট মাসের সব কনসার্ট বাতিল করে দিয়েছেন তিনি। লাইভ গাওয়া তো দূর, কোনও সোশ্যাল মিডিয়াতেও লাইভে আসবেন না তিনি। এই খবরে তাঁর অগণিত ভক্তদের মন খারাপ। তবে কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ তা নিজেই জানিয়েছেন। আসলে বেশ কিছুদিন হল তাঁর শরীর ভাল যাচ্ছে না। সেই জন্য এক মাসের বিশ্রাম চান গায়ক। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই কথাই জানিয়েছেন অরিজিৎ সিং নিজেই।
তবে তার অনুরাগীদের আশ্বস্ত করে নায়ক জানিয়েছেন অগস্টের শো বাতিল হলেও আগামী সেপ্টেম্বর মাসের সব কনসার্ট যে তিনি করবেন এমনটাও জানিয়েছেন অরিজিৎ। সেই সব কনসার্টের নতুন ডেটও জানিয়ে দিয়েছেন গায়ক। তবে এই এক মাস 'ছুটি' নেওয়ার জন্য সমস্ত অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। অরিজিতের কথায়, ''আমি জানি, আপনারা সবাই এই শোগুলোর জন্য ভীষণভাবে অপেক্ষা করছেন। কিন্তু আমি অন্তর থেকে ক্ষমা চাইছি। আমার শরীরটা ভাল নেই। তবে অবশ্যই খুব তাড়াতাড়ি ফিরব।''