আপনার নিউজ ডেক্স :- বয়স জনিত কারণে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাইডেন। নিজের জায়গায় কমলা হ্যারিস কে নির্বাচনের পদপ্রার্থী করেছেন তিনি। আর অন্যদিকে প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রচারে বাইডেন কে বার্ধক্য জনিত কারণ দেখিয়ে রাজনৈতিক আক্রমণ করেছিলেন। হঠাৎ ময়দানে কমলা হ্যারিস নামতেই রাজনৈতিক প্রচারের মোড় ঘোরাতে শুরু করেছেন ট্রাম্প। আমেরিকার জনমত সমীক্ষায় ইতিমধ্যেই দুঁদে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ফেলে এগিয়ে গিয়েছেন ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী, ভারতীয় বংশোদ্ভূত নেত্রী কমলা হ্যারিস। আর এই বিষয়টি জনসম্মুখে আসতেই কমলাকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন ডোনাল্ড ট্রাম্প।
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ? বেফাঁস মন্তব্য করায় অবশ্য বরাবরই দড় ট্রাম্প। এবারেও তাঁর বিশ্রী মন্তব্যের জেরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সমালোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক রাজনীতিতে।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার একটি সাক্ষাৎকারে কমলা হ্যারিসকে নিয়ে বলেন, 'ও তো ভারতীয় বংশোদ্ভূত বলেই জানতাম। বরাবর ভারতীয় ঐতিহ্যের প্রচার করে এসেছে। তবে কয়েক বছর আগে কইভাবে কৃষ্ণাঙ্গ হয়ে গেল। তার আগে পর্যন্ত আমি জানতাম না সেটা। এখন ও কৃষ্ণাঙ্গ হিসাবে পরিচিত হতে চায়। তাই আমি ঠিক জানি না, ও ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ?'
ট্রাম্পের এই মন্তব্যের পরেই হইচই পড়ে যায় সব মহলে। এমনকি হোয়াইট হাউসের তরফেও প্রাক্তন প্রেসিডেন্টের সমালোচনা করা হয়, বলা হয় অপমানজনক কথা বলেছেন ট্রাম্প। প্রাক্তন প্রেসিডেন্টের অবশ্য এমনটা মোটেও মনে হয় না। তিনি বরং আরও বলেন, 'ভারতীয় বা কালো চামড়া-- আমি সব জাতি বা সম্প্রদায়কেই সম্মান করি। কিন্তু ও (কমলা হ্যারিস) করে না।