Type Here to Get Search Results !

Bangladesh: বাংলাদেশের বাজারে কাঁচালঙ্কায় আগুন! প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০০ টাকায়


বাংলাদেশ:- রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বাংলাদেশ অস্থির পরিস্থিতি লেগে রয়েছে। দেশটির বাজারে দ্রব্যমূলের বৃদ্ধিতে নাজেহাল জনতা। এর সাথে দোসর হয়েছে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি। বন্যার কারণে তিন দিন ধরে ঢাকা-চট্টগ্রামে যান চলাচল প্রায় বন্ধ। এতে চট্টগ্রামের বাজারে কাঁচালঙ্কা আসছে না। ফলে বাজারে সংকট দেখা দিয়েছে পণ্যটির। এ সুযোগে খুচরা বাজারে প্রতি ১০০ গ্রাম কাঁচালঙ্কা ১০০ টাকায় বিক্রি হয়েছে।


দেশটির গণমাধ্যমের খবর অনুসারে, বহদ্দারহাট, কাজীর দেউড়ি ও কর্ণফুলী কমপ্লেক্স বাজারে ৯০০ থেকে ১ হাজার টাকার মধ্যে প্রতি কেজি কাঁচা লঙ্কা বিক্রি হচ্ছে। তবে এসব বাজারেও সরবরাহ কম। রেয়াজুদ্দিন বাজার সবজির আড়তে কাঁচালঙ্কার  সরবরাহ না থাকায় খুচরা বাজারে দাম বেড়েছে।


এই বিষয়ে ব্যবসায়ীরা জানান, চট্টগ্রামের বাজারে অধিকাংশ সবজি আসে বগুড়া, ফরিদপুর, জামালপুরসহ দূরদূরান্তের বিভিন্ন জেলা থেকে। গত তিন দিনে কাঁচালঙ্কা সবজি আসছে না। ফলে বাজারে সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু বিক্রেতারা। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side