পার্থ মন্ডল; রতুয়া:- গভীর রাতে বাড়িতে ঢুকে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) রতুয়া থানার গোপালপুর ভেস্টপাড়ায়। মৃতের নাম ছোটন মাঝি (২৮)। ঘুমন্ত অবস্থায় ছোটনকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রতিবেশী যুবক সাগর মণ্ডল।
পরিবার সূত্রে জানাগিয়েছে, অন্যান্য দিনের মতো গতকাল রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন ওই যুবক। রাত সাড়ে এগারোটা নাগাদ প্রতিবেশী যুবক সাগর মন্ডল বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় ছোটন মাঝিকে ধারালো হাঁসুয়া দিয়ে প্রথমে গলায় আঘাত করে এরপর সারা শরীরে এলোপাথাড়ি আঘাত করা হয় বলে অভিযোগ। আক্রান্ত যুবক চিৎকার করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা ছুটে এটে ছোটনকে উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সার্বিক অবস্থা অবনতি হওয়ায় গভীর রাতে সেখান থেকে তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। বুধবার ভোরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই যুবকের। পুলিশে তরফ থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রতিবেশী সাগরের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা নিয়ে ধন্দ্বে পরিবার। খুনের বিষয় নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।