দিলদার আলী:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি গভর্মেন্ট জেনারেল ডিগ্ৰি কলেজ গত ২৪শে জুন থেকে ভর্তি শুরু হয়েছে এই বছর ৫৫৯ টি সিট রয়েছে। এই বছর কুশমন্ডি গভর্মেন্ট জেনারেল ডিগ্ৰি কলেজ ১৫৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে। এখন সিট ফাঁকা রয়েছে 400 সিট আসন বাংলা 104টি সিট রয়েছে ইংরেজি 103 টি সিট রয়েছে ইতিহাস 104 সিট রয়েছে দর্শন 104 টি সিট রয়েছে রাষ্ট্রবিজ্ঞান 104টি সিট ও পদার্থ বিদ্যা 40টি সিট রয়েছে বলে জানান কুশমন্ডি গভর্মেন্ট জেনারেল ডিগ্ৰি কলেজ অধ্যাপক ডঃ গৌরাঙ্গ বিশ্বাস তিনি বলেন জাতীয় শিক্ষা গাইড লাইন অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলছে আগমী ৮ ই আগস্ট থেকে নতুন করে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ছাত্র-ছাত্রী পাবেন বলে আশা করছেন ।কুশমন্ডি গভারমেন্ট জেনারেল ডিগ্রী কলেজের অধ্যাপক ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস। এই বিষয়ে এক ছাএ বলেন কুশমন্ডি গভর্মেন্ট জেনারেল ডিগ্ৰি কলেজ পঠন পাঠন ভালো হয়ে তাই ভর্তি হয়েছি।
Kushmandi News: কুশমন্ডি গভর্মেন্ট জেনারেল ডিগ্ৰি কলেজ ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে মাত্র ২৮ শতাংশ
জুলাই ৩০, ২০২৪
0
Tags