আপনার নিউজ ডেক্স:- আইপিএল(IPL 2024) চলাকালীন গুঞ্জন শুরু হয়েছিল। বিশ্বকাপে জয় করে দেশে ফিরতেই নাতাশা স্ট্যানকোভিচের সাথে বৈবাহিক সম্পর্ক ভেঙে যায় হার্দিক পান্ডিয়ার। আর বিচ্ছেদ হতে না হতেই এবার কি আরেক বলিউড নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হার্দিক! অনন্ত আম্বানির বিয়েতে তাঁর একটি নাচের ভিডিও ঘিরে শুরু হয়েছিল জোর জল্পনা। অবশেষে সামাজিক মাধ্যমে একে অপরকে ফলো করলেন হার্দিক-অনন্যা।
![]() |
AD By APNAR NEWS |
চার বছরের বৈবাহিক জীবনে ইতি টেনেছেন হার্দিক ও তাঁর স্ত্রী নাতাশা স্তানকোভিচ। আবার, দীর্ঘদিন সম্পর্কে থাকার পর প্রেম ভেঙেছে অনন্যা ও আদিত্য রয় কপূরের। যদিও আম্বানির বিয়েতে তাঁদের ভগ্ন হৃদয়ের বিষয়ে একেবারেই প্রকাশ হতে দেননি তাঁরা। বরং চেটেপুটে বিয়ের আনন্দ উপভোগ করেছেন।
সম্প্রতি অনন্যা পাণ্ডেকে ইনস্টাগ্রামে ফলো করা শুরু করেছেন হার্দিক পাণ্ডিয়া। কেবল অনন্যাকে নয়, তাঁর ঘনিষ্ট বন্ধু শানায়া কাপুরকেও ফলো করছেন এই ক্রিকেটার। কম যাননি অভিনেত্রীও। ইদানীং হার্দিকের প্রায় প্রতিটি পোস্টেই তাঁকে প্রতিক্রিয়া জানাতে দেখা যাচ্ছে। তাই অনেকেই গোটা বিষয়টা দেখে দুইয়ে দুইয়ে চার করেছেন। বি টাউনের গুঞ্জন, হয়তো হার্দিক এবং অনন্যার মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে!