আপনার নিউজ ডেক্স:- শুক্রবার এক ভয়ানক ঘটনা সাক্ষী থাকলো ঠ্যাঙাপাড়ার সাধারণ বাসিন্দারা। ৫১২ নম্বর জাতীয় সড়কের পাশে স্থানীয় লক্ষ্মীমন্দির কমিটির কার্যালয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
ঘটনা উল্লেখ্য, শুক্রবার হঠাৎ লক্ষ্মীমন্দির কমিটির কার্যালয়ে বিস্ফোরণের বিকট আওয়াজ শুনতে পায় সাধারণ লোকেরা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, কার্যালয় টিন এবং কার্যালয়ের ভিতরে আসবাবপত্র দুমড়ে মুচরে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ পুলিশকর্মীরা। পৌঁছোন দমকলকর্মীরাও। স্থানীয় লোকজনদের প্রাথমিক ধারণা কার্যালয়ের ভিতরে কোন প্রকার বিস্ফোরক থেকে এই ভয়ানক কান্ড ঘটেছে।
গঙ্গারামপুর থানার আই সি শান্তনু মিত্রের নেতৃত্বে বিশার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে। এর পাশাপাশি এই বিষয় নিয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, ‘ঘটনার তদন্ত চলছে। বম্ব স্কোয়াড এলে বিষয়টি পরিষ্কার হবে।’ তবে কি কারণে শান্তিপূর্ণ এলাকায় এই ধরনের ঘটনা ঘটলো তা নিয়ে দ্বন্দ্বে সাধারণ জনগণ।