Type Here to Get Search Results !

Condom: রোজ সঙ্গমে কনডম ব্যবহার করছেন! জানেন আপনার কতটা ক্ষতি হচ্ছে



আপনার নিউজ ডেক্স:- যৌনশিক্ষা নিয়ে আমাদের দেশে এখনো অনেক ছুত মার্ক আছে। মন খুলে যৌনতা নিয়ে কথা বলাকে একেবারেই ভাল চোখে দেখা হয় না।এমনকি আমাদের দেশের এ নিয়ে প্রকাশ্যে আলোচনা করাটাও পাপ বলে মনে করেন সমাজের বিশেষজ্ঞরা। আর এইজন্যেই আমাদের দেশে নিত্যদিন যৌন সংক্রান্ত নানান রোগের শিকার হচ্ছেন যুব সমাজ। এর পাশাপাশি যৌনতার শিক্ষা না থাকায় অনেক সংসার ভাঙছে অল্প সময়। 


কন্ডোম যেন নিষিদ্ধ কোনও বস্তু! কন্ডোম কেউ দেখতে পেলে বা কারও হাতে গিয়ে পড়লে রক্ষে নেই। কন্ডোম নিয়ে এরকম নানা চিন্তা ধারার শেষ নেই। আর তাই সবার থেকে কন্ডোমকে গোপন রাখার জন্য অনেকেই আলমারির একেবারে গভীর কন্ডোম রেখে দেন সযত্নে। বিশেষজ্ঞরা বলছেন এতে কন্ডোমের কার্যকারিতা লোপ পায়। আপনি যদি রোজ সঙ্গমে কনডম ব্যবহার করেন তবে আপনাকে সাবধান হতে হবে এখনি। 


 



কন্ডোম ব্যবহার করার আগে অবশ্যই দেখে নিন তার এক্সপেয়ারি ডেট। মেয়াদ উত্তীর্ণ কন্ডোম ব্যবহার না করাই উচিত। এতে হিতে-বিপরীত হতে পারে।


সঙ্গম চুড়ান্ত পর্যায়ে পৌঁছলে কন্ডোম পরলেই চলে। এ ধারণা কিন্তু একেবারেই ভুল । যৌনক্রিয়া ক্লাইম্যাক্সে পৌঁছনোর আগেই শুক্রাণুরা প্রবেশ করতে শুরু করে নারীর যৌনাঙ্গে। সঙ্গম চলাকালীনই শুক্রাণুরা একে একে বেরোতে থাকে। ফলে শুরু থেকেই কন্ডোম পরে নেওয়া ভালো।


কথায় আছে সস্তার তিন অবস্থা। কখনই কম দামের কন্ডোম ব্যবহার করবেন না। জনপ্রিয় কোম্পানির কন্ডোম ব্যবহার করলে সমস্যায় পড়বেন না।

অনেকেই সঙ্গমের সময় কন্ডোমের উপর লুব্রিকেন্ট ব্যবহার করেন। ময়েশ্চারাইজার, ভেজলিন না ব্যবহার করে ভাল কোম্পানির লুব্রিকেন্ট ব্যবহার করুন।



Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side