সুশোভন সিংহ; আপনার নিউজ:- ভারতীয় সংসদীয় ইতিহাসে অর্থমন্ত্রী হিসেবে সপ্তম বারের মতো বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্যদিকে এটি ছিল তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। দেশের অর্থনৈতিক হাল-হাকিকত তার সাথে সাধারণ জনগণের প্রত্যাশায় ঘেরা ছিল এই বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে কোন কোন জিনিসের দাম কমলো কিংবা বাড়লো তা দেখে নিন এক নজরে।
দেখুন কোন জিনিসের দাম বেড়েছে...
১) ১২ মাসের বেশি শেয়ার ধরে রাখলে ২.৫ শতাংশ বেশি কর দিতে হবে।
২) নির্দিষ্ট কিছু টেলিকম সামগ্রীর উপর কর ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ হবে।
৩) জৈব ক্ষতিসাধন প্লাস্টিকের ক্ষেত্রে অ্যামোনিয়াম নাইট্রেটের অন্তঃশুল্ক বৃদ্ধি পেয়ে ১০ থেকে ১৫ শতাংশ করার প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
এবার দেখুন বাজেটে যে জিনিসগুলোর দাম কমেছে...
১) মোবাইল ফোন, মোবাইল চার্জার: মোবাইল ও মোবাইলের অ্যাসেসোরির উপর ১৬ শতাংশ বহিঃশুল্ক ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
২) সোনা-রুপো এবং প্ল্যাটিনাম: বহুমূল্য দুই ধাতু সোনা ও রূপোর উপর ৬ শতাংশ করে অন্তঃশুল্ক কমছে। প্ল্যাটিনামের উপর অন্তঃশুল্ক কমছে ৬.৫ শতাংশ।
৩) ক্যানসার চিকিৎসার অত্যাবশ্যকীয় তিনটি ওষুধের উপর বহিঃশুল্ক তুলে দেওয়া হল।
৪) দাম কমছে সৌর প্যানেল নির্মাণে ব্যবহৃত মূল সামগ্রীর
৫) ই-কমার্সের ক্ষেত্রে টিডিএস (উৎস্যমূলে কর) রেট ১ শতাংশ থেকে কমিয়ে ০.১ শতাংশ করা হয়েছে
৬) ফেরোনিকেট, ব্লিস্টার কপারের উপর বহিঃশুল্ক তুলে দেওয়া হল।
৭) সস্থা হবে ক্যামেরার লেন্স
৮) সস্থা হচ্ছে লিথিয়া