হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের নেতৃত্বে হাটেবাজারে করে ধর্মতলায় রওনা তৃণমূল কর্মীদের, স্টেশনে কর্মীদের সঙ্গে দেখা করতে হাজির মন্ত্রী
তনুজ জৈন ; মালদা: একুশে জুলাই কলকাতা ধর্মতলায় শহীদ স্মরণে তৃণমূলের সভা। আর সেই সভাতে যোগ দিতে ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল নেতা-কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন।ধর্মতলা থেকে কি বার্তা দেন মমতা। সেই বার্তা শোনার জন্যই জেলার কর্মীরা উৎসাহ নিয়ে রওনা দিচ্ছেন।বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে জেলা পরিষদ সদস্য তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খানের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক কর্মী ট্রেনে করে রওনা দেন। মূলত এই দিন হাটে বাজারে এক্সপ্রেস করে যান তৃণমূল কর্মীরা।বুলবুল খান সহ নিজের এলাকার কর্মীদের সঙ্গে স্টেশনে দেখা করতে আসেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন।যদিও জানা গেছে মন্ত্রী এদিন যাননি। তিনি শুক্রবার যাবেন কলকাতার উদ্দেশ্যে।রাজ্যে তৃণমূলের ভালো ফলাফল হলেও জেলায় লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে।সে ক্ষেত্রে জেলার উদ্দেশ্যে নেত্রী কি বলেন সেই দিকেও তাকিয়ে তৃণমূল কর্মীরা।বুলবুল খানের সঙ্গে স্থানীয় অনেক নেতৃত্বও এদিন যান কলকাতায়।