মুর্শিদাবাদ:- সারা জীবন একসাথে পথ চলার আরেক নাম দাম্পত্য জীবন। প্রেমের ভাষায় কোন এক কবি লিখেছিলেন 'জীবন মরণ একসাথে '। বয়সের ভারে প্রেমের গভীরতা আরো বৃদ্ধি হয়। এমনই এক অনন্য প্রেমের চিত্র ধরা পরল মুর্শিদাবাদ। বয়সজনিত অসুখে মৃত্যু হয়েছে স্বামীর। মৃত স্বামীর দেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। পরিবারে অন্যান্য সদস্যরাও এখন গভীর শোকে আচ্ছন্ন। মৃত সামীর বুকে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। খানিকক্ষণ পর পরিবারের লোকেরা অনুভব করেন বৃদ্ধার একদম শান্ত হয়ে গেছেন। কাছে গিয়ে দেখতেই চমকে ওঠেন সকলেই। মৃত স্বামীর বুকে মাথা দিয়ে মৃত্যুবরণ করেছেন স্ত্রী।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় পঞ্চাশের বছরের দাম্পত্য শঙ্কর মণ্ডল এবং নিয়তি মণ্ডলের। ৮৫ বছরের শঙ্কর এবং ৬৮ বছরের নিয়তির এক পুত্র এবং দুই কন্যা। সকলেই বিবাহিত। নাতি-নাতনি নিয়ে ভরা সংসার তাঁদের। দীর্ঘ দিন ধরে বয়সজনিত অসুখে ভুগছিলেন শঙ্কর। শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তাঁর। দিন কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোকজন তাঁকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। চিকিৎসা হয়েছিল। কিন্তু হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর একেবারে শয্যাশায়ী হয়ে পড়েন বৃদ্ধ। মঙ্গলবার রাতে মৃত্যু হয় শঙ্করের। দেহ বার করে উঠোনে রাখা হয়েছিল। শেষ বারের মতো স্বামীকে ছুঁতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিয়তি। এ কান্নায় যেন শেষ কান্না। আর উঠলেন না নিয়তি দেবী।