আপনার নিউজ ডেক্স :- হোয়াইট হাউসের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তার জায়গায় তিনি নিজেই ডেমোক্র্যাটিক শিবির থেকে কমলার নাম প্রস্তাব করেছেন। অন্যদিকে এবারে রিপাবলিকান শিবিরের প্রেসিডেন্ট পদপ্রার্থী আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প। উত্তর ক্যালিফোর্নিয়ার ওই প্রচারসভা থেকে ট্রাম্প বলেন, “কমলা একজন উগ্র বামপন্থী উন্মাদ। তিনি দেশকে ধ্বংস করে দেবেন। সেটি আমরা হতে দিতে পারি না।” উল্লেখ্য, গর্ভপাতের অধিকার সংক্রান্ত বিষয়ে শুরু থেকেই সরব কমলা। সেই প্রসঙ্গ টেনেই আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্টকে বিঁধে ট্রাম্পের দাবি, কমলা ভ্রূণ ‘হত্যা’-কে সমর্থন করেন।
বেশ কয়েকদিন আগে ভোট প্রচার চলাকালীন ট্রাম্পের উপরে প্রাণঘাতী হামলা হয়। তারপর থেকে সতর্ক রিপাবলিকান শিবিরের প্রেসিডেন্ট পদপ্রার্থী। তিনি ক্যালিফোর্নিয়ার প্রচারে গিয়ে সেই বিষয়টি তুলে ধরেন। বয়সের কারণে বাইডেন সরে গিয়ে কমলাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করতেই আক্রমণের ঝাঁঝ আরো বাড়িয়েছে ট্রাম্প। এর কারণ হল এতদিন প্রচারে গিয়ে জো আইডেন কে বার্ধক্য জনিত বিষয় নিয়ে আক্রমণ শানাতেন ট্রাম্প। আমেরিকায় নভেম্বরের ভোটের জন্য তাঁর প্রতিপক্ষ হিসাবে কমলার নাম জোরালো হতেই এ বার আক্রমণের অভিমুখও ঘুরিয়ে নিয়েছেন ট্রাম্প।