আপনার নিউজ ডেক্স:- তৃতীয় মোদি সরকার গঠনের পর থেকেই বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি এমনটাই অভিযোগ তৃণমূলের। এবার বাংলাভাগের বিষয়ে মুর্শিদাবাদের দুই বিধায়ককে 'দেখে নেওয়ার' হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর। হুমায়ুন বলেন, “প্রকাশ্যেই বলছি দুই বিধায়ক যদি সংযত আচরণ না করেন, ধৈর্যর বাঁধ ভেঙে গেলে গর্তে ঢুকিয়ে দেব! মেরে ঠ্যাং ভেঙে দেব!" এর পাশাপাশি তৃণমূল বিধায়ক বলেন, বাংলা ভাগের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের চিঠি লিখলে পিছনে ২ লাখ লোক লেলিয়ে দেওয়া হবে।
যদিও এই মন্তব্যের সময় তৃণমূল বিধায়ক কারো নাম করেননি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মুর্শিদাবাদের দুই বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ও গৌরীশঙ্কর ঘোষকে ইঙ্গিত করেই একথা বলেছেন হুমায়ুন।
ঘটনা উল্লেখ্য, তৃতীয় মোদি সরকার গঠনের পর থেকেই উত্তরবঙ্গ আলাদা রাজ্য কিংবা পশ্চিমবঙ্গের রাজ্য ও বিহারের কিছু রাজ্য মিলিয়ে আলাদা রাজ্যের দাবি জানানো হয়েছে বিজেপি সাংসদ ও বিধায়কদের পক্ষ থেকে। এর পাশাপাশি সূত্রের খবর অনুসারে মুর্শিদাবাদে দুই বিজেপি বিধায়ক মুর্শিদাবাদ-মালদা -দক্ষিণ দিনাজপুর এবং নদিয়া জেলার কিছুটা অংশকে কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত করার দাবিতে অমিত শাহকে চিঠি লিখেছিলেন। আর এই বিষয়ে চোটেছেন হুমায়ুন। হুমায়ুন জানান, "২০ শতাংশ ভোট পেয়ে কেউ আমাদের হুমকি দিলে তাকেও হুমকি দেওয়ার অধিকার আমার আছে!"