Type Here to Get Search Results !

বিয়ের আগেই মা হয়েছেন এই ৬ ভারতীয় অভিনেত্রী



আপনার নিউজ ডেক্স:- শুধু টলিউড অভিনেত্রী নুসরাত জাহানই নন, বলিউডের একাধিক তারকা অভিনেত্রীও বিবাহ-বহির্ভূত সম্পর্কের বাইরে সন্তানধারণ করে চর্চার বিষয়বস্তু হয়েছিলেন? এদের মধ্যে বলিউড কুইন শ্রীদেবী থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তাবড় তাবড় অভিনেত্রীরাও রয়েছেন। এক নজরে দেখে নিন বলিউডের কোন সেলিব্রিটি অভিনেত্রীরা বিবাহিত সম্পর্কের বাইরে গর্ভধারণ করেছেন।


Ad- আমাকে কাছে পেতে চান?  


শ্রীদেবী : নব্বইয়ের দশকের এই অভিনেত্রীর রূপ এবং গুণে মুগ্ধ বলিউড। এই মুগ্ধতা স্পর্শ করেছিল পরিচালক বনি কাপুরকেও। তবে বনি অবশ্য বিবাহিত ছিলেন। তবুও শ্রীদেবীর সঙ্গে তার প্রেম থেমে থাকেনি। শোনা যায় এই সম্পর্কের ফলশ্রুতিতেই গর্ভবতী হয়ে পড়েন শ্রীদেবী। তখন বনি কাপুর স্ত্রী মোনা কাপুরকে ডিভোর্স দিয়ে শ্রীদেবীকে আইনত বিয়ে করেন। বনি এবং শ্রীদেবীর সংসারে আসেন জাহ্নবী।

Sridevi

সারিকা : দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সেলিব্রিটি তারকা কমল হাসানের জীবনে বহু নারীর সমাগম হয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ থাকার সময়কালেই অভিনেত্রী সারিকা আসেন তার জীবনে। সারিকার সঙ্গে কমল হাসান দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন। এই সম্পর্কের ফলশ্রুতিতে গর্ভবতী হয়ে পড়েন সারিকা। পরবর্তীকালে কমল আর সারিকার কন্যা শ্রুতি হাসানের জন্ম হয়।

নীনা গুপ্তা : এই বলিউড সুন্দরীও বিবাহ সম্পর্ক ছাড়াই গর্ভধারণ করেছিলেন। ক্রিকেটার ভিব রিচার্ডসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে উত্তাল হয়ে উঠেছিল বলিউড। শোনা যায় নীনা এবং ভিব রিচার্ডসের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। নীনার কন্যা মাসাবার জন্ম হয়েছিল এই সম্পর্কের কারণেই।

নাতাশা স্টানকোভিক : মডেল-অভিনেত্রী নাতাশা স্টানকোভিকের সঙ্গে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সম্পর্কের জোর গুঞ্জন উঠেছিল। সম্প্রতি এই দুই জুটির এনগেজমেন্ট হয়ে গিয়েছে। তার সঙ্গে আরও একটি খবর প্রকাশ্যে এসেছে। হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্কের দরুন গর্ভবতী নাতাশা। এই নিয়েও সোশ্যাল মিডিয়ায় কম তোলপাড় হয়নি।


আরও পড়ুন :- কি কারণে বিধবা হয়েও সিঁথিতে সিঁদুর পরেন রেখা, শুনলে আঁতকে উঠবেন


কাল্কি কোয়েচলিন : এই বলিউড অভিনেত্রী দীর্ঘদিন ধরেই বয়ফ্রেন্ড হার্সবার্গের সঙ্গে সম্পর্কে আবদ্ধ। তাদের দুজনের বিয়ে হয়নি ঠিকই, তবে হার্সবার্গের সঙ্গে সম্পর্কের দরুন গর্ভবতী হয়েছিলেন কাল্কি। ২০২০ তেই কাল্কি এবং হার্সবার্গের প্রথম সন্তান সোফোর জন্ম হয়েছে।

অ্যামি জ্যাকসন : এই অভিনেত্রীকে রজনীকান্তের ছবি ২.০ তে অভিনয় করতে দেখা গিয়েছিল। অ্যামি জ্যাকসন তার বয়ফ্রেন্ড জর্জের সঙ্গে এনগেজমেন্ট পর্ব সেরে ফেলার পরেই নিজের গর্ভবতী হয়ে পড়ার খবর সকলকে জানিয়েছিলেন।

নেহা ধূপিয়া : দীর্ঘদিনের বয়ফ্রেন্ড অঙ্গদ বেদির সঙ্গে সম্পর্কে থাকাকালীনই গর্ভবতী হয়েছিলেন নেহা। তবে এই খবর অবশ্য তিনি গোপন রাখেন। অঙ্গদের সঙ্গে তার বিয়ের ঠিক ৬ মাসের মাথাতেই তার কোল জুড়ে আসে তাদের প্রথম সন্তান মেহর।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side