মালদা;তনুজ জৈন;০৩সেপ্টেম্বর: গভীর রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রায় তিনটি পরিবারের সর্বস্ব। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুল হকের বাড়িতে প্রথমে আগুন লাগে তারপর সেই আগুন সাদ্দাম আলীর বাড়িতে ছড়িয়ে পড়ে। ক্ষণিকের মধ্যে জ্বলতে থাকে আশরাফুল, মান্নান, ও সাদ্দাম আলীর বাড়ি সহ একটি গোয়ালঘর। কোনো রকমে বাড়ির লোকেরা ঘর থেকে বেরিয়ে আসে। গভীর রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ি থেকে কোনো সামগ্রী বার করতে পারেন নি,আগুন দেখে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন। গ্রামের বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। তারপর তুলশিহাটা দমকল কেন্দ্র থেকে ছুটে আসে দমকল বাহিনী। কয়েক ঘণ্টার চেষ্টায় কোন ভাবে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।আসবাবপত্রসহ ,বাড়িতে মজুদ থাকার বিভিন্ন শস্য ,সহ মূল্যবান সামগ্রী নিমিষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে সরকারি সাহায্যের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সদস্যরা।কি ভাবে আগুন লেগেছে তা সঠিক জানা যাচ্ছে না। তবে আনুমান করা যাচ্ছে শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে।
হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু বলেন, ব্লক থেকে ত্রানের ব্যবস্থা করা হবে।