উত্তরপ্রদেশে উদ্ধার তরুণীর অর্ধদগ্ধ দেহ,ধর্ষণ করে খুন অনুমান পুলিশের
সেপ্টেম্বর ০৩, ২০২৩
0
ডেক্স রিপোর্ট:- আবার উত্তরপ্রদেশে তরুণীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠলো। জাতীয় সড়কের পাশ থেকে টিনের বাক্সের মধ্যে উদ্ধার হয় তরুণীর জ্বলন্ত অর্ধনগ্ন দেহ। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়। তরুণী পরিচয় গোপন রাখার জন্য দেহ আংশিকভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ভদোহী জেলার লালা নগর টোল প্লাজার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর একটি সন্দেহজনক বাক্স নজরে আসে স্থানীয় লোকেদের। তৎক্ষণাৎ খবর দেওয়া হয়হ্যালো হিরুদা স্থানীয় পুলিশকে। পুলিশ টিনের বাক্স খুলতেই চক্ষু চরক গাছ.. টিনের বাক্স থেকে উদ্ধার হয় জ্বলন্ত অর্ধনগ্ন তরুণীর দেহ। পরবর্তীতে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে এ বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তবে এখনো তরুণীর পরিচয় জানতে পারেনি পুলিশ, অনুমান করছে তরুণীর বয়স ২০ থেকে ২১ বছরের মধ্যে হবে।
Tags