গঙ্গারামপুর,জয়জিৎ মহন্ত:- কবির ভাষায় এই পৃথিবীর যা কিছু সুন্দর, তার অর্ধেক করিয়াছে নারী অর্ধেক করিয়েছে নর।
কন্য সন্তান নিয়ে বাড়ি ফিরলো মা এই আনন্দে সাঁখ ও ঔলু ধনী দিয়ে ফুল ছিটিয়ে মা মেয়েকে বরন করলো পরিবার।
পৃথিবীর অর্ধেক নারী করলেও এখনো নারী অর্থাৎ কন্যা সন্তানকে অনেকেই সেভাবে গ্রহণ করে না। কন্যা সন্তান হলে ভ্রুণ হত্যার বিষয়টিও অনেক জায়গায় লক্ষ্য করা যায়। আর সেখানে নিজের কন্যা সন্তানের বাড়ি অর্থাৎ গৃহে প্রবেশের দিনটিকে স্মরণীয় করে রেখে এক অনন্য নজির গড়লেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের শিববাড়ি এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী সমীর চক্রবর্তী। বাঙালি হিন্দুরা বাড়িতে পুজোর সময় যে সমাজের মধ্যে দিয়ে প্রতিমা বাড়িতে প্রবেশ করান। ঠিক তেমনই নিজের কন্যা সন্তানকে লক্ষ্মী জ্ঞানে শঙ্খ বাজিয়ে প্রবেশ করেন গৃহের অন্যান্য পরিজনেরা। কন্যা সন্তান হলে এখনো অনেককেই যখন হীনমন্যতায় ভুগতে দেখা যায়। ঠিক তখনই সমীরবাবু এবং তার পরিবারের লোকেদের এই উদ্যোগ সমাজে অন্য এক নিদর্শন স্থাপন করবে।