দেশের নাম শুধুমাত্র 'ভারত',বাদ পরছে 'ইন্ডিয়া'! রাষ্ট্রপতি ভবনের আমন্ত্রণ পত্র ঘিরে চাঞ্চল্য
সেপ্টেম্বর ০৫, ২০২৩
0
কলকাতা:- কেন সংসদের বিশেষ বৈঠক হচ্ছে? লোকেরা এটি সম্পর্কে অনেক অনুমান করছে। কেউ কেউ মনে করেন অভিনব নৈশভোজের আমন্ত্রণপত্রে কিছু লেখার কারণে দেশটির নাম বদলে যেতে পারে। কংগ্রেস দল বলছে, আমন্ত্রণপত্রে সাধারণ "ভারতের রাষ্ট্রপতি" বলা হয়নি, বরং বলা হয়েছে "ভারতের রাষ্ট্রপতি।" এতে মানুষ ভাবছে নরেন্দ্র মোদির সরকার বিশেষ সভায় দেশের নাম পরিবর্তনের কথা বলবে কিনা!
প্রসঙ্গত,৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বিশেষ নৈশভোজ করছেন। G20 শীর্ষ সম্মেলন নামে একটি বড় বৈঠকে তারা সবাই মিলিত হচ্ছে। রাষ্ট্রপতি এই নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানাতে বিশেষ চিঠি পাঠাচ্ছেন। কিন্তু কিছু গণ্ডগোল আছে কারণ চিঠিতে একটি নির্দিষ্ট শব্দ লেখা আছে যা আমাদের দেশের রাজনীতিতে কিছুটা মতবিরোধ সৃষ্টি করছে। সাধারণত, ভারতের রাষ্ট্রপতি যখন একটি চিঠি লেখেন, তখন তারা "ভারতের রাষ্ট্রপতি" বলে একটি বিশেষ শিরোনাম লেখেন। কিন্তু G20 নেতাদের কাছে লেখা এই চিঠিগুলোর শিরোনাম আলাদা। আমন্ত্রণ পত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ পরিবর্তে লিখা আছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। এই বিষয় নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস কটাক্ষ করেছে। যাইহোক মূল বিষয়টা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা।
Tags