Type Here to Get Search Results !

জোর করে দখল সরকারি জমি,তৈরি হচ্ছিল না রাস্তা! মন্ত্রী সাবিনা ইয়াসমিন বের করলেন সমাধান সূত্র

সরকারি জমি জোর করে দখল করে রাখার জন্য তৈরি হচ্ছিল না রাস্তা। দীর্ঘদিন আগে সে রাস্তার জন্য টাকা বরাদ্দ হলেও শুরু হচ্ছিল না রাস্তার কাজ।


মালদা:-
অবশেষে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উদ্যোগে সমাধান সূত্র বের করল গ্রামবাসীরা। গ্রাম্য বৈঠক করে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল যারা সরকারি জমি দখল করে রয়েছে তারা আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যেই নিজের জায়গা ছেড়ে দিবে। ২৬ তারিখ থেকে শুরু হবে রাস্তার কাজ। 

এর ফলে দীর্ঘদিন পরে উত্তর লক্ষীপুর মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। 

প্রসঙ্গত উল্লেখ্য আইআরডিএফ থেকে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উদ্যোগের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মেনে অচিন্তলা হাট থেকে মোথাবাড়ি শ্মশান পর্যন্ত একটি প্রায় পাঁচ কিলোমিটারের রাস্তা মনজুর হয়। এই রাস্তার জন্য প্রায় চার কোটি টাকা বরাদ্দ হয়। 


কিন্তু এ রাস্তা তৈরিতে নির্মাণকারী সংস্থা। বেশ কিছু লোক সরকারি জায়গা দখল করে থাকায় রাস্তার কাজ শুরু করা যাচ্ছিল না।


সমস্যাটি নিয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কাছে গ্রামবাসীরা অভিযোগ করলে আজ মন্ত্রীর নেতৃত্বে প্রাচীনতলা হাটখোলা এলাকায় একটি গ্রাম্য বৈঠক বসে।  সেই বৈঠকে মন্ত্রী গ্রামবাসীদের বলেন রাস্তাটি হবে কি হবে না তা আপনারাই সিদ্ধান্ত নেন।  

এরপর গ্রামের বাসিন্দারা কে কে জায়গা দখল করে রেখেছে তা তদন্ত করে তদন্ত দেখা যায় মোট 42 জন মানুষ সরকারি জায়গা দখল করে রেখেছে । সেই বৈঠকে গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় ৪২ জনকে তার  দখলকরা জায়গা ছেড়ে দিতে হবে।   


এ দিনের গ্রাম্য সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।। 

স্থানীয় জেলা পরিষদ সদস্য সামসুদ্দিন আহম্মদ ব্লক প্রশাসনের কিছু আধিকারিক।  এই বৈঠকের পর প্রশাসনের তরফ থেকে ওই ৪২ জনকে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে উঠে যাওয়া নির্দেশ দেওয়া হয়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side