মালদা; তনুজ জৈন:- ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মালদহের মানিকচক।গুলি চালানোর অভিযোগ।তৃণমূল ও কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মানিকচক থানার ধরমপুর গ্রাম পঞ্চায়েতের জিসারতটোলা গ্রাম। তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধে।ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা রয়েছে এলাকা জুড়ে। যদিও পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তুলেছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা।
তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, সোমবার রাতে এলাকা জুড়ে পুলিশ অভিযান চালাচ্ছিলেন। এলাকা থেকে পুলিশ যেতেই তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালাই কংগ্রেসের লোকজন। ভোটের সময় থেকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছিল কংগ্রেসের লোকজন বলে অভিযোগ।এলাকায় কংগ্রেস জয়ী হওয়ার পর থেকে সেই হুমকি আরও বাড়তে থাকে।সোমবার রাতে তৃণমূল কর্মী নাইজুল শেখের বাড়িতে হামলা চালায় কংগ্রেসের লোকজন বলে অভিযোগ। পাশাপাশি গুলিও চালানো হয় বলো অভিযোগ। ঘটনায় কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও শেখ সাইফুদ্দিন যুক্ত বলে অভিযোগ। বর্তমানে এলাকা জুড়ে মোতায়ন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। যদিও এলাকা জুড়ে চাপা উত্তেজনা রয়েছে।