ভুয়া পশুচিকিৎসক সারোয়ারের ভুল চিকিৎসায় তিনটি গরুর মৃত
বাংলাদেশ:- মেহেরপুর জেলার গাংনী উপজেলার একসময়ের ভুয়া মানুষের পল্লী চিকিৎসক, একজন পলিপাসের রোগীর অ্যাসিড দিয়ে পলি পাস পুড়িয়ে দেওয়ার পরে ওই রোগীর অবস্থা খারাপ হলে এলাকা ছেড়ে পালিয়ে যান। আবার এলাকায় এসে পশু চিকিৎসা শুরু করে, গত শনিবার বাঁশবাড়িয়া পশ্চিমপাড়া আব্দুল খালেকের দুইটি গরু ভুল ইনজেকশন দিয়ে মেরে দেন গরু দুইটি বর্তমান বাজারে প্রায় সাড়ে চার লক্ষ টাকা একই পাড়ায় বাড়ি আব্দুল কুদ্দুসের গর্ভবতী গরুকে চিকিৎসা দিলে বাচ্চা পড়ে যায় বর্তমান গাভীটি মৃত্যুর শয্যায়ধানখোলা গ্রামের মৃত দাউদ ছেলে ভুয়া পল্লী চিকিৎসক সারোয়ার হোসেন, বর্তমান ভুল চিকিৎসা দিয়ে প্রায় শতাধিক বিভিন্ন জাতের পশু মেরে দিয়েছে।গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন বলেন সারোয়ার একজন ভুয়া পশু চিকিৎসক গাংনী প্রাণিসম্পদ অফিসের তার নামের কোন তালিকা নেই। মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন এইসব ভুয়া পশু চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।