বালুরঘাট:- দীর্ঘদিন ধরে বালুরঘাট পৌর এলাকার বিভিন্ন রাস্তা সংস্কারের অভাবে ধুঁকছে। বহুবার পৌরসভা কে জানিও কোন কাজ হয়নি। তাই এবার সেইসব রাস্তা গুলোর সংস্কারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন বিজেপি যুব নেতৃত্বরা।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরে বালুঘাট পৌর এলাকার রাস্তাগুলো খারাপ হয়ে গেছে। এর ফলে নিত্যদিন ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকছে। পৌরসভা সমস্ত বিষয়টা জানা সত্ত্বেও কোনরকম পদক্ষেপ নিচ্ছি না বলে অভিযোগ বিজেপি যুব মোর্চার। সাধারণ মানুষের সমস্যা বালুঘাট পৌরসভা কোনভাবেই সমাধান না করতে পারায় যুব মোর্চা মাঠে নেমেছে। এদিন বালুঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ডে রাস্তা মেরামতির কাজ শুরু করেন বিজেপি যুব মোর্চা। তবে এই কাজকে কেবলমাত্র রাজনৈতিক নাটক বলে মনে করছেন পৌরসভার বর্তমান বোর্ডের সদস্যরা। অন্যদিকে যুব মোর্চার নেতৃত্ব দাবি করেন, বালুঘাট পৌরসভা সাধারণ বালুরঘাটবাসীদের জন্য উন্নয়নমূলক কাজ করেনি।